আজাদ
৪ঠা সেপ্টেম্বর ১৯৬৪
অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হউন
হবিগঞ্জে জনসভায় শেখ মুজিবের বক্তৃতা
(সংবাদদাতা প্রেরিত)
হবিগঞ্জ, ২রা সেপ্টেম্বর। -আজ এখানে চিলড্রে পার্কে এক বিরাট জনসভায় বক্তৃতা প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান বলেন, যে সকল ব্যক্তি জনসাধারণের প্রতি বিশ্বাসঘাতকদের সহিত হাত মিলাইয়াছে, আগামী নির্বাচনে তাহাদিগকে শুধু পরাস্ত করিলেই চলিবে না তাহাদিগকে সামাজিক দিক দিয়াও বয়কট করিতে হইবে।
বক্তৃতা প্রসঙ্গে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সমালােচনা করেন। এবং গত ছয় বৎসর কাল ধরিয়া পূর্ব পাকিস্তান কিরূপ নিঃস্ব হইয়া পড়িতেছে তাহা উল্লেখ করেন। তিনি বলেন, শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য বর্তমানে পাঁচটি বিরােধীদল ঐক্যবদ্ধ হইয়াছে এবং এই উদ্দেশ্য সাধনের জন্য জনসাধারণকে এক্ষণে সাড়া দিতে হইবে। তিনি এইরূপ আশা প্রকাশ করেন যে, অনতিকাল মধ্যে জনসাধারন জয়যুক্ত হইবে এবং জনসাধারণের স্বাধীনতা ঘােষণা করা হইবে। তিনি ক্ষোভের সহিত বলেন, অদৃষ্টের পরিহাস এই যে, আজাদী লাভের পর সতের বৎসর অতিক্রান্ত হইলেও প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য আজ সাধারণকে সংগ্রাম করিতে হইতেছে। তিনি অধিকার আদায়ের জন্য জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং যে সকল ব্যক্তি প্রকৃত গণতন্ত্র কায়েমের জন্য দণ্ডায়মান হইয়াছেন এবং যাহারা স্বার্থ সিদ্ধির জন্য আত্ম বিক্রয় করিবেন না তাহাদের অনুকূলে ভােট দানের জন্য জনসাধারণের নিকট অনুরােধ জানান।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব