ইত্তেফাক
১৯শে আগস্ট ১৯৬৪
সংশােধন করিলে চলিবে না- নূতন ও ছাপান ভােটার লিষ্ট চাই
প্রধান নির্বাচনী কমিশনারের নিকট নাজিমুদ্দীন – শেখ মুজিবের তার
(স্টাফ রিপাের্টার)
“সারা পূর্ব পাকিস্তানের ভােটার তালিকায় ভয়ানক ভুলত্রুটি। শতকরা ৫০ ভাগ ভুল, শতকরা ৩০ ভাগ নাম বাদ। এই তালিকা সংশােধন করিলে চলিবে না। নূতন ভােটার তালিকা তৈরী ও ছাপান ভােটার লিষ্ট দাবী করিতেছি।” পাকিস্তান মুসলিম লীগ (কাউন্সিল পন্থী) সভাপতি খাজা নাজিমুদ্দীন এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান গতকল্য (মঙ্গলবার) এই মর্মে পিণ্ডিতে প্রধান নির্বাচনী কমিশনার এবং ঢাকাস্থ প্রাদেশিক নির্বাচনী কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিকট জরুরী তার প্রেরণ করেন।
প্রসঙ্গতঃ উল্লেখ করা যাইতে পারে, সম্প্রতি নির্বাচনী কর্তৃপক্ষ কর্তৃক ভােটার তালিকা প্রকাশের পর উহাতে অসংখ্য ভুল-ত্রুটি পরিলক্ষিত হওয়ায় সারা প্রদেশ এই ভােটার তালিকার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হইয়া উঠে। অবস্থার গুরুত্ব বিবেচনা করিয়া নির্বাচনী কর্তৃপক্ষ গতকল্য (মঙ্গলবার) ভােটার তালিকার ভ্রম সংশােধনের মেয়াদ ১৯শে আগষ্ট হইতে বাড়াইয়া ২৫শে আগষ্ট ধার্যের কথা ঘােষণা করিয়াছেন। কিন্তু ভুলের পরিমাণ এত বেশী যে, উহা সংশােধনের বাহিরে। তালিকায় ভুলের এই ব্যাপকতার প্রতি অঙ্গুলি সঙ্কেত করিয়া নেতৃদ্বয় বর্তমান ত্রুটিময় তালিকা সম্পূর্ণভাবে বাদ দিয়া নূতন করিয়া ভােটার তালিকা তৈরী এবং ছাপান ভােটার তালিকা প্রকাশের দাবী জানাইয়াছেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব