You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২০শে আগস্ট ১৯৬৪

শেখ মুজিবরের খুলনা সফর

(ষ্টাফ রিপাের্টার)
প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান অদ্য বৃহস্পতিবার সকালে হেলিকপটারযােগে খুলনা রওয়ানা হইবেন।
তথা হইতে তিনি ফরিদপুর জেলায় গমন করিবেন এবং উক্ত জেলায় বন্যা প্লাবিত এলাকা সফর শেষে আগামী ২৪ শে আগষ্ট ঢাকায় প্রত্যাবর্তন করিবেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব