You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
২০শে আগস্ট ১৯৬৪

ভােটার তালিকায় নাম নাই
শেখ মুজিব কর্তৃক নির্বাচনী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান প্রাদেশিক নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিকট লিখিত এক লিপিতে জানাইয়াছেন যে, ধানমণ্ডি আবাসিক এলাকায় ৩০, ৩১, ৩২ ও ৩৩ নং রাস্তা লইয়া গঠিত এলাকা কোন নির্বাচন ইউনিটের মধ্যে পড়িয়াছে তাহা প্রকাশিত ভােটার তালিকা হইতে জানা সম্ভব না হওয়ায় উক্ত এলাকার অধিবাসীদের ভােটার তালিকাভুক্ত করা হইয়াছে কিনা তাহা বুঝা যাইতেছে না। কাজেই অবিলম্বে ইহার প্রতিকারের জন্য তিনি নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিকট অনুরােধ জানাইয়াছেন। অন্যথায় তিনি আদালতের শরণাপন্ন হইতে বাধ্য হইবেন বলিয়া জানাইয়া দিয়াছেন।
শেখ মুজিব প্রধান নির্বাচনী কমিশনার, ঢাকার ডেপুটি কমিশনার, সদর দক্ষিণ মহকুমা অফিসারের নিকটও লিপির নকল প্রেরণ করিয়াছেন। এই প্রসঙ্গে উল্লেখযােগ্য যে, শেখ মুজিব ৩২নং রােডে তাহার নিজ বাসভবনে সপরিবারে বাস করেন। কিন্তু ধানমণ্ডি ও মােহাম্মদপুর ইউনিয়ন কমিটির ভােটার তালিকায় তাঁহার ও তাহার পরিবারবর্গের কাহারও নাম অন্তর্ভুক্ত করা হয় নাই।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!