You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
১০ই আগস্ট ১৯৬৪

অধিকার আদায়ে ত্যাগ ও তিতিক্ষার আহ্বান
জয়দেবপুরের বিরাট জনসভায় শেখ মুজিবর রহমানের বক্তৃতা

(ষ্টাফ রিপাের্টার)
অত্যাচার-অবিচার, নির্যাতন-নিপীড়ন, অসাম্য-বৈষম্যে পূর্ব পাকিস্তানীদের কলিজা ক্ষতবিক্ষত হইয়া গিয়াছে। পূর্ব পাকিস্তানীদের হৃদয় ব্যথায় টনটন করিতেছে; কিন্তু বুকে আগুন জ্বলিতেছে। যদি এই ব্যথা আর এই আগুন কেহ গােলাবারুদ দিয়া দাবাইয়া দিতে পারে তবে ধর্ম মিথ্যা হইয়া যাইবে, ইতিহাস মিথ্যা হইয়া যাইবে, দুনিয়া হইতে ইনসাফ উঠিয়া যাইবে। শত সহস্র বীরত্বের ঐতিহ্যবাহী পূর্ব পাকিস্তানীদের আজ ক্রীতদাসে পর্যবসিত করা হইয়াছে। কিন্তু জানিয়া রাখুন, পূর্ব পাকিস্তানের আলাে-বাতাস, ইতিহাস-ঐতিহ্য, সংহতি-সংগ্রাম সবই অটুট থাকিবে। শুধু মন্ত্রিত্বের লােভে, পারমিট শিকারের জন্য, উপঢৌকন লাভের জন্য আর ক্ষমতালাভের উদগ্র বাসনায় আজ যারা হিতাহিত জ্ঞান বর্জিত, তারাই ইতিহাসের কালিমালিপ্ত পরিচ্ছেদের অন্তরালে বিলীন হইয়া যাইবে।
গতকল্য (রবিবার) জয়দেবপুর থানা আওয়ামী লীগ কর্তৃক আয়ােজিত জয়দেবপুর রাজবাড়ী ময়দানে আয়ােজিত এক বিরাট জনসভায় বক্তৃতাকালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান দৃপ্তকণ্ঠে উপরােক্ত ঘােষণা করেন। বর্ষণসিক্ত জনতার মুহুর্মুহু করতালির মধ্যে শেখ মুজিবর রহমান আরও ঘােষণা করেন, স্বাধীনতা প্রাপ্তির ১৭বৎসর পর আজ নূতন করিয়া সত্যকারের আজাদীর সংগ্রাম করিতে হইতেছে। ১৭ বৎসর পূর্বে যেমন আজাদী হাসিতে হাসিতে আসে নাই, তেমনি আজও সত্যকারের স্বাধীনতা হাসিতে হাসিতে আসিবে না। ভুলিলে চলিবে না যে, ত্যাগ ও সাধনা না থাকিলে সেদিন যেমন বৃটিশকে বিতাড়ন সম্ভব হইত না। ঠিক তেমনি ত্যাগ ও সাধনা না থাকিলে আজও ক্ষমতার মদে মত্ত প্রতিক্রিয়াশীল গােষ্ঠিকে পরাভূত করিয়া জনসাধারণের অধিকার প্রতিষ্ঠিত করা যাইবে না। (অসমাপ্ত)

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!