আজাদ
১৬ই আগস্ট ১৯৬৪
ছাত্রদের প্ররােচিত করা হইতেছে
ওয়াহিদুজ্জমান কর্তৃক মুজিবের বিরুদ্ধে অভিযােগ
করাচী, ১৫ই আগষ্ট। -কেন্দ্রীয় বাণিজ্য উজির জনাব ওয়াহিদুজ্জমান গতরাত্রে বলেন যে, কতিপয় রাজনৈতিক নেতা তাহাদের উদ্দেশ্য চরিতার্থ করিবার জন্য ছাত্রদের প্ররােচিত করিতেছেন।
এই প্রসঙ্গে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সেক্রেটারী শেখ মুজিবর রহমানের নাম বিশেষ ভাবে উল্লেখ করেন।
আজাদী দিবস উপলক্ষে করাচী বিভাগীয় মােছলেম লীগ কর্তৃক আরাম বাগ আয়ােজিত এক জনসভায় বক্তৃতাকালে উপরােক্ত মন্তব্য করিয়া বাণিজ্য উজির বলেন যে, যে সকল নেতা আজ সরকারের সমালােচনা করিতেছেন। তাহারা জনসাধারণের কল্যাণের জন্য এবং দেশের সমৃদ্ধি ও সম্মান বৃদ্ধির পথে কিছুই করেন নাই। এই নেতৃবৃন্দের অধিকাংশ আওয়ামী লীগের বলিয়া তিনি মন্তব্য করেন।
চৌধুরী খলিকুজ্জামনের সভাপতিত্বের অনুষ্ঠীত জনসভায় বক্তৃতাকালে জনাব ওয়াহিদুজ্জমান আরও বলেন যে, এই সকল নেতা পাকিস্তানের মর্যাদা বৃদ্ধি কামনা করেন না। তিনি ছাত্রদিগকে অধ্যয়নের দিকে মনােনিবেশ করিতে এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হইতে নির্দেশ দেন। -এ, পি, পি
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব