আজাদ
১লা আগস্ট ১৯৬৪
প্রাদেশিক পরিষদের আওয়ামী লীগের নেতৃত্ব দাবী
সাংবাদিক সম্মেলনে আবদুল মালেক উকিলের বিবৃতি
(স্টাফ রিপাের্টার)
প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সদস্য জনাব আবদুল মালেক উকিল এক সাংবাদিক সম্মেলনে বলেন যে, একক সংখ্যাগরিষ্ঠ বিরােধী দল হিসাবে আওয়ামী পরিষদের পরবর্তী অধিবেশন হইতে বিরােধী দলসমূহের — দাবী করিবে। তিনি তাঁহার দলের সদস্যদের সাংবাদিকদের নিকট একে একে পরিচয় করাইয়া দিয়া প্রকাশ করেন যে, দেওয়ান আবুল আব্বাস ও জনাব নূরুল হুদা এই পার্টির সহযােগী সদস্যভুক্ত হওয়ায় এখন তাহারা বিরােধী দলে একক সংখ্যাগরিষ্ঠ পার্টিতে পরিণত হইয়াছেন। তিনি আরও প্রকাশ করেন, পরিষদের কাউন্সিল লীগ দলীয় সদস্যগণ এবং সাবেক জামাতে এছলামীর সমর্থনের আশ্বাস পাওয়ায় এখন আওয়ামী লীগ। পার্লামেন্টারী পার্টি আগামী পরিষদ অধিবেশনে বিরােধী দলের নেতৃত্বপদ গ্রহণ করিবে।
গত শুক্রবার রাত্রে শাহবাগ হােটেলে উক্ত পার্লামেন্টারী পার্টির হুইপ জনাব জাকেরুল হক চৌধুরী প্রদত্ত এক নৈশভােজে সাংবাদিকগণ ছাড়াও আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সকল সদস্য এবং শেখ মুজিবুর রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনাব আবদুল মালেক আরও ঘােষণা করেন যে, আওয়ামী লীগে অঙ্গদল হিসাবে তাহাদের পার্লামেন্টারী পার্টি পরিষদের ভিতরে ও বাহিরে অন্যান্য বিরােধী দলের সহিত একযােগে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার সংগ্রাম চালাইয়া যাইবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব