You dont have javascript enabled! Please enable it!

আজাদ
৩রা আগস্ট ১৯৬৪

ক্ষমতাসীন দলের রাজনৈতিক চাপ
গাইবান্ধা টাউন কমিটির চেয়ারম্যান অপসারণের চক্রান্ত

গাইবান্ধা, ৩০শে জুলাই।-গাইবান্ধা টাউন কমিটির চেয়ারম্যান জনাব সাইদুর রহমান সম্প্রতি বিরােধী রাজনৈতিক দলে যােগদান করার ক্ষমতাসীন কনভেনশন লীগ তাহাকে নানারূপ হয়রানী ও উক্ত টাউন কমিটির বাতেল করাইবার জন্য উর্দ্ধতন সরকারী মহলে দেন দরবার শুরু করিয়াছেন।
প্রকাশ, সম্প্রতি শেখ মুজিবর রহমানের গাইবান্ধা সফরকালে টাউন কমিটির চেয়ারম্যান জনাব সৈয়দুর রহমান সহ কতিপয় নেতৃস্থানীয় ব্যক্তি আওয়ামী লীগে যােগদান করেন। ফলে স্থানীয় সরকারী লীগ আগামী নির্বাচন সম্পর্কে হতাশ হইয়া পড়েন এবং টাউন কমিটি বাতেল করার তদবীর করিতে থাকেন।
জানা গিয়াছে যে, প্রথমে তাহারা রাজশাহী বিভাগের কমিশনারের নিকট কয়েকদিন পূর্বে উক্ত টাউন কমিটির বিরুদ্ধে কতিপয় লিখিত অভিযােগ পেশ করিলে বিভাগীয় কমিশনার এবং মৌলিক গণতন্ত্রের ডেপুটি ডিরেক্টর টাউন কমিটির যাবতীয় নথিপত্র ও ওয়ার্কস প্রােগ্রামের কার্যাদি সরেজমিনে তদন্ত করিয়া কোন ত্রুটি না পাইয়া সরকারের নিকট কমিটির কার্য সম্পর্কে সন্তোসজনক রিপাের্ট দেন। অতঃপর স্থানীয় সরকারী লীগের চাইয়েরা ঢাকায় গিয়া মুরুব্বীদের নিকট পুনরায় ধর্ণা দেয়। প্রকাশ, বিভাগীয় কমিশনারের তদন্তের পর আবার বর্তমানে মহকুমা ম্যাজিষ্ট্রেটকে দ্বিতীয়বার তদন্ত করিতে বলা হইয়াছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের এহেন চাপ প্রয়ােগের ব্যাপারে এখানে জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হইয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!