You dont have javascript enabled! Please enable it! 1964.06.23 | মােহাজের পুনর্বাসনে সরকারী ব্যর্থতার সমালােচনা- শেরপুরের জনসভায় শেখ মুজিবের বক্তৃতা | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
২৩শে জুন ১৯৬৪

মােহাজের পুনর্বাসনে সরকারী ব্যর্থতার সমালােচনা
শেরপুরের জনসভায় শেখ মুজিবের বক্তৃতা

শেরপুর, ২০শে জুন- অদ্য স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়ােজিত এক বিরাট জনসমাবেশে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান বলেন যে, সরকার উদ্বাস্তুদের পুনর্বাসন দানের প্রশ্নে চরম ব্যর্থতার পরিচয় দিয়াছেন। সংবাদপত্রে উদ্বাস্তু সমস্যা সমাধানে সরকারী তৎপরতার অনেক খবরেই প্রকাশিত হয়। কিন্তু বাস্তবে উদ্বাস্তুদের জন্য কিছুই করা হয় নাই। তিনি বলেন, বিভিন্ন রেলওয়ে ষ্টেশনে হাজার হাজার উদ্বাস্তু পরিবার অবহেলিত অবস্থায় পড়িয়া রহিয়াছে। আওয়ামী লীগ সম্পাদক দাবী করেন যে, উদ্বাস্তু সমস্যাকে জরুরী সমস্যা হিসাবে গ্রহণ করিতে হইবে।
সভায় বক্তৃতা প্রসঙ্গে শেখ মুজিবর রহমান দেশের যােগাযােগ ব্যবস্থার সমালােচনা করিয়া বলেন, পূর্ব পাকিস্তান রেলওয়ের বিনিময়ে পশ্চিম পাকিস্তান রেলওয়ের উন্নতি সাধন করা হইয়াছে। তিনি বলেন, পূর্ব পাকিস্তানের উৎকৃষ্ট ইঞ্জিন ও বগিসমূহ পশ্চিম পাকিস্তানে পাচার করা হইয়াছে। পশ্চিম পাকিস্তানের রেলগাড়ীগুলিতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হইয়াছে অথচ পূর্ব পাকিস্তানের রেলগাড়ীগুলিতে পানীয় জলের ব্যবস্থা নাই। পূর্ব পাকিস্তানের রেলগাড়ীর বগীগুলি অতি পুরাতন এবং পায়খানাগুলি অত্যন্ত অপরিষ্কার। অথচ এদিকে রেলভাড়া বৃদ্ধি পাইয়াছে। তিনি ডিজেল তৈলের উপর কর বৃদ্ধির তীব্র নিন্দা করিয়া বলেন, ইহাতে লঞ্চে যাতায়াতকারী পূর্ব পাকিস্তানীরাই ক্ষতিগ্রস্ত হইবে। তিনি অবিলম্বে উপরােক্ত কর প্রত্যাহার করার দাবী জানান। আওয়ামী লীগ সম্পাদক বলেন, যেখানে ইসলামবাদে নয়া রাজধানী স্থাপনে এবং সিন্ধু অববাহিকা পরিকল্পনার জন্য অজস্র টাকা খরচ করা হইতেছে, সেখানে পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণের জন্য ক্রুগ মিশন পরিকল্পনা বাস্তবায়িত করিতে টাকার অভাব হইতেছে কেন? মওলানা আবদুর রশীদ তর্কবাগীশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিরাট জনসভায় মেসার্স খন্দকার মােস্তাক আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, রফিক উদ্দীন ভূঁইয়া, এডভােকেট জুলমত আলী খান ও আনিসুর রহমান বক্তৃতা প্রদান করেন। সভায় গৃহীত প্রস্তাবে প্রাপ্ত বয়স্কদের ভােটাধিকারের দাবী ও সকল নিরাপত্তা বন্দীর মুক্তি দাবী করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব