ইত্তেফাক
২৯শে জুন ১৯৬৪
৪ঠা জুলাই আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভা
(ষ্টাফ রিপাের্টার)
আগামী ৪ঠা জুলাই বিকাল ৬টায় ১৫, পুরানা পল্টনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির এক সভা অনুষ্ঠিত হইবে। সভায় অন্যান্য বিষয়ের মধ্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয় সম্পর্কে আলােচনা করা হইবে।
ইতিমধ্যেই সকল সদস্যের নিকট আমন্ত্রণপত্র প্রেরণ করা হইয়াছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান জানাইয়াছেন যে, যদি কোন সদস্য কোন কারণে আমন্ত্রণলিপি না পান তাহা হইলে তিনি যেন সংবাদপত্রের বিজ্ঞপ্তিকে আমন্ত্রণ মনে করিয়া সভায় যােগদান করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব