ইত্তেফাক
১১ই জুন ১৯৬৪
কুমিল্লা জেলা আওয়ামী লীগ কমিটি গঠিত
(ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি)
কুমিল্লা, ৯ই জুন –অদ্য রাত্রে প্রাক্তন মন্ত্রী জনাব আবদুর রহমান খানের বাসভবনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ, সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান, প্রচার সম্পাদক হাফেজ হাবিবুর রহমান, শ্রম সম্পাদক জনাব জহুর আহমদ চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা খােন্দকার মােশতাক আহমদের উপস্থিতিতে কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কর্মীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নিম্নোক্তভাবে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সংগঠনী কমিটি গঠিত হয় ? সভাপতি প্রাক্তনমন্ত্রী জনাব আবদুর রহমান খান, সহ-সভাপতি জনাব দলিলুর রহমান এ্যাডভােকেট, হাজী রমিজ উদ্দিন আহমদ প্রাক্তন এম, পি, এ; জনাব আবদুল গনি মুন্সী উকিল; অধ্যাপক খােরশেদ আলম এম, এস, সি এবং জনাব মনসুর আহমদ বি, এ; সাধারণ সম্পাদক জনাব আহমদ আলী উকিল; সাংগঠনিক সম্পাদক জনাব আবদুল আজিজ খান; প্রচার সম্পাদক জনাব আমীর হােসেন উকিল; দফতর সম্পাদক জনাব বজলুর রহমান চৌধুরী এ্যাডভােকেট; কোষাধ্যক্ষ ডাঃ সুলতান আহমদ এম, বি, বি, এস এবং সহ-সম্পাদক মেসার্স আবুল বাশার, নাসিরুদ্দিন পাটওয়ারী, আবদুল মালেক এবং খাজা শামসুদ্দিন। ইহাছাড়া কমিটিতে ১৬ জন সদস্যও গ্রহণ করা হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব