You dont have javascript enabled! Please enable it! 1964.06.18 | প্রদেশের বন্যা নিয়ন্ত্রণে ফুলপুরের জনসভায় শেখ মুজিবের দাবী | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
১৮ই জুন ১৯৬৪

ক্রুগ মিশন পরিকল্পনা বাস্তবায়ন কর
প্রদেশের বন্যা নিয়ন্ত্রণে ফুলপুরের
জনসভায় শেখ মুজিবের দাবী

(ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি)
ময়মনসিংহ, ১৭ই জুন- গতকল্য ময়মনসিংহ জেলার ফুলপুরে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় বক্তৃতাদানকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান পূর্ব পাকিস্তানে বন্যা নিয়ন্ত্রণকল্পে অবিলম্বে ক্রুগ মিশন পরিকল্পনা বাস্তবায়নের দাবী জানান। তিনি বলেন, বন্যার ফলে পূর্ব পাকিস্তানে প্রতি বৎসর যে ব্যাপক শস্যহানি ঘটিয়া থাকে, বন্যা নিয়ন্ত্রণ করিয়া এই বিপুল পরিমাণ অপচয় বন্ধ করা যাইতে পারে। তিনি আরও বলেন, ইহা খুবই পরিতাপের বিষয় যে, সিন্ধু অববাহিকা উন্নয়ন পরিকল্পনা ও পানির লবণাক্ততা নিরােধ পরিকল্পনার জন্য সরকার যে ক্ষেত্রে ১৫০০ কোটি টাকা এবং ইসলামাবাদে নয়া রাজধানী নির্মাণে আরও ৫০০ কোটি টাকা ব্যয় করিতেছেন, সেক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনার জন্য এক হাজার কোটি টাকাও প্রদান করিতেছেন না। সরকারকে উহার আন্তরিকতা প্রমাণের জন্য বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনায় পূর্ব পাকিস্তানকে অর্থ প্রদানের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। (অসমাপ্ত)

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব