You dont have javascript enabled! Please enable it! 1964.06.19 | ন্যায্য দাবী আদায়ের জন্য গণ আন্দোলন শুরু করার আহ্বান- ময়মনসিংহের বিরাট জনসভায় শেখ মুজিবের বক্তৃতা | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
১৯শে জুন ১৯৬৪

ন্যায্য দাবী আদায়ের জন্য গণ আন্দোলন শুরু করার আহ্বান
ময়মনসিংহের বিরাট জনসভায় শেখ মুজিবের বক্তৃতা

(ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রেরিত)
ময়মনসিংহ, ১৮ই জুন- অদ্য স্থানীয় টাউন হল ময়দানে আওয়ামী লীগের উদ্যোগে আয়ােজিত এক বিরাট জনসভায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান ঘােষণা করেন, পূর্ব বাংলার ন্যায্য দাবী আদায়ের জন্য সমগ্র প্রদেশে গণ-আন্দোলন শুরু করিতে হইবে। প্রচণ্ড গণ-আন্দোলন ছাড়া পূর্ব পাকিস্তানের বর্তমান দুরবস্থার নিরসন হইবে না। শেখ মুজিবর রহমান বলেন, স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতা-উত্তরকালে পাকিস্তানকে সমৃদ্ধশালী করিতে এই অংশের জনসাধারণকেই অধিকতর ত্যাগ স্বীকার করিতে হইয়াছে। অথচ আজ তাহারাই সবদিক দিয়া সঙ্কট ও বিপর্যয়ের সম্মুখীন হইয়াছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শাসকগােষ্ঠী পাকিস্তান প্রতিষ্ঠার ১৭ বৎসর পরেও জনসাধারণকে দাবাইয়া রাখার চেষ্টা চালাইতেছে। আওয়ামী লীগের নির্ধারিত নীতি সম্পর্কে শেখ মুজিব বলেন, আওয়ামী লীগ একটি গণ-প্রতিষ্ঠান। আওয়ামী লীগ যে- কোন রাজনৈতিক দলের সহিত সহযােগিতা করিতে প্রস্তুত আছে। তবে শুধু সংবাদপত্রে বিবৃতি দান করিয়া যাহারা ক্ষান্ত থাকেন, তাঁহাদের সহিত আওয়ামী লীগের কোন সম্পর্ক নাই। সৈয়দ নজরুল ইসলাম এডভােকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তৃতাদানকালে শেখ মুজিবর রহমান অদ্য কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর লাঠিচার্জের তীব্র নিন্দা করেন। শেখ মুজিব সরকারের নিকট জানিতে চাহেন, যেহেতু শহরে ১৪৪ ধারা বলবৎ নাই, সেহেতু অহেতুক ছাত্রদের শােভাযাত্রায় বাধাদান করার কি প্রয়ােজন ছিল? (অসমাপ্ত)

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব