You dont have javascript enabled! Please enable it! 1964.06.04 | শেখ মুজিবরের জামিন মঞ্জুর | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
৪ঠা জুন ১৯৬৪

শেখ মুজিবরের জামিন মঞ্জুর

(ষ্টাফ রিপাের্টার)
ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব এম, বি, আলম গতকল্য (বুধবার) আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানকে ২ হাজার টাকা এবং অনুরূপ অঙ্কের দুই জন জামিনদারের জামিনে মুক্তির আদেশ দেন।
প্রকাশ থাকে যে, গত ৩১শে মে দণ্ডবিধির ১২৪-ক ধারা এবং পূর্ব পাকিস্তান জননিরাপত্তা অর্ডিন্যান্সের ৭(২) ধারা মতে তাঁহাকে গ্রেফতার করিয়া থানা হইতে জামিন দেওয়া হয়। গতকল্য তিনি আদালতে হাজির হইয়া উপরােক্ত জামিন লাভ করেন। আগামী ১২ই জুন এই মামলার পরবর্তী তারিখ নির্ধারিত হইয়াছে। শাহ আজিজুর রহমান, মেসার্স শামসুল ইসলাম, মনজুরুর রহিম, মমতাজুদ্দীন, কাজী গােলাম মাহবুব প্রমুখ আইনজীবী জামিনের আবেদন পেশ করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব