You dont have javascript enabled! Please enable it! 1964.06.03 | শত নির্যাতন করিয়াও গণ আন্দোলন দমান যাইবেনা- লালবাগ আওয়ামী লীগ কর্মীসভায় মুজিবের বক্তৃতা | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
৩রা জুন ১৯৬৪

শত নির্যাতন করিয়াও গণ আন্দোলন দমান যাইবেনা
লালবাগ আওয়ামী লীগ কর্মীসভায় মুজিবের বক্তৃতা

(ষ্টাফ রিপাের্টার)
গত রবিবার সন্ধ্যায় ঢাকা শহর আওয়ামী লীগের লালবাগ ইউনিয়ন কমিটির (ওয়ার্ড নং-২৩) কর্মীদের এক বিরাট সভা জনাব মােহাম্মদ মিয়া সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান, পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সদস্য খােন্দকার মােশতাক আহমদ এবং ঢাকা শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সিরাজুল ইসলাম বক্তৃতা করেন।
সভায় বক্তৃতা প্রসঙ্গে প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান বলেন যে, প্রাপ্তবয়স্কদের ভােটাধিকার ও প্রত্যক্ষ নির্বাচনসহ পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের আন্দোলন চলিতে থাকিবে। তিনি আরও বলেন যে, শত নির্যাতন করিয়াও এই দুর্বার আন্দোলনকে বন্ধ করা যাইবে না। সভায় নিম্নোক্তভাবে লালবাগ ইউনিয়ন আওয়ামী লীগের শক্তিশালী কমিটি গঠিত হয় ও সভাপতি জনাব আবদুর রশিদ, সহ-সভাপতি মেসার্স মােহাম্মদ সিদ্দিক, মােহাম্মদ আনসার মিয়া, মােহাম্মদ সামিউল্লা ও মােহাম্মদ মিয়া সরদার, সাধারণ সম্পাদক জনাব মােহাম্মদ আমানুল্লা, সাংগঠনিক সম্পাদক-জনাব রহমতুল্লা, সহ-সম্পাদকমেসার্স আর ফাতুল্লা, মােঃ শাহ্জাদা, মােঃ ইউনুস ও মােঃ ইদ্রিস এবং কোষাধ্যক্ষ জনাব আবদুর রহমান। ইহাছাড়া ওয়ার্কিং কমিটির ১৮ জন সদস্যও নির্বাচন করা হয়। সভায় প্রাপ্তবয়স্কদের ভােটাধিকার ও প্রত্যক্ষ নির্বাচন ও সকল রাজবন্দীর মুক্তি দাবী করিয়া প্রস্তাব গ্রহণ করা হয়। ঢাকা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গােলাম মােস্তফা এবং বরিশাল জেলা আওয়ামী লীগ সংগঠনী কমিটির সদস্য জনাব রেজাউল মালিকও সভায় উপস্থিত ছিলেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব