You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
৩০শে মে ১৯৬৪

লাহাের প্রস্তাবের ভিত্তিতে নয়া শাসনতন্ত্র প্রণয়নের দাবী
চাঁদপুরের বিরাট জনসভায় আওয়ামী লীগ নেতা শেখ মুজিবরের বক্তৃতা

(ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রেরিত)
চাঁদপুর, ২৯শে মে- অদ্য বৈকালে স্থানীয় আজিজ আহমদ ময়দানে মহকুমা আওয়ামী লীগের উদ্যোগে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভা উপলক্ষে চাঁদপুরে নাগরিক জীবনে বিশেষ করিয়া রাজনৈতিক কর্মীদের মধ্যে অপূর্ব প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। জনসভায় যােগদানের জন্য চাদপুর মহকুমার বিভিন্ন দূরবর্তী স্থান হইতে জনসাধারণ চাঁদপুর শহরে আগমন করে। চাঁদপুরের শ্রমিক মহলেও আওয়ামী লীগের সভাকে কেন্দ্র করিয়া অপূর্ব কর্ম প্রেরণা দেখা যায় এবং শ্রমিকরা বিশেষ উৎসাহ ও উদ্দীপনা লইয়া সভায় যােগদান করে। জনসভা শেষে জনসভায় উপস্থিত অগণিত জনতার মধ্যে এক নয়া প্রতিশ্রুতির দৃঢ়তা ভাস্বর হইয়া উঠে। ভােটাধিকার এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় জনসাধারণের প্রাধান্য ফিরাইয়া আনার জন্য জনসাধারণকে
ঐক্যবদ্ধ ও দুর্বার সংগ্রামে অবতীর্ণ হওয়ার বলিষ্ঠ শপথ লইয়া সভাস্থান ত্যাগ করিতে দেখা যায়। জনসভায় বক্তৃতা প্রসঙ্গে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান ১৯৪০ সালের গৃহীত লাহাের প্রস্তাবের মূলনীতি অনুযায়ী পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসনের ভিত্তিতে একটি নয়া শাসনতন্ত্র প্রণয়নের দাবী জানান। বক্তৃতা প্রসঙ্গে তিনি আরও বলেন, যেভাবে পূর্ব পাকিস্তানকে বৎসরের পর বৎসর বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করা হইয়াছে উহা হইতে মুক্তি লাভের জন্য পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন ব্যতীত আর কোন গত্যন্তর নাই। মহকুমা আওয়ামী লীগ সভাপতি জনাব চাদবক্স পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় অন্যান্যদের মধ্যে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের প্রচার সম্পাদক জনাব হাফেজ হাবিবুর রহমান, খােন্দকার মােস্তাক আহমদ, জনাব জহুর আহমদ চৌধুরী, জাতীয় পরিষদ সদস্য জনাব মীজানুর রহমান চৌধুরী এডভােকেট, জনাব দলিলুর রহমান, কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জনাব আহমদ আলী, জনাব আবদুল খালেক ও জনাব মােজহারুল ইসলাম বক্তৃতা করেন। বক্তৃতা প্রসঙ্গে শেখ মুজিবর রহমান আরও বলেন যে, রাষ্ট্র পরিচালনায় মােট চারটি বিষয়ের স্থান প্রধান ঃ রাজধানী, কেন্দ্রীয় সরকার, মূলধন ও দেশরক্ষা- এই চারটি বিষয়েই প্রধানস্থান অধিকার করিয়া আছে পশ্চিম পাকিস্তান। অতএব দেখা যাইতেছে যে, রাষ্ট্রপরিচালনার এই মৌলিক ক্ষেত্রগুলিতে পূর্ব পাকিস্তানের কোন স্থান নাই বলিলেই চলে। (অসমাপ্ত)

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!