আজাদ
১লা জুন ১৯৬৪
শেখ মুজিবকে গ্রেফতার ও জামিন দান
(ষ্টাফ রিপাের্টার)
গতকল্য রবিবার বিকাল ৫টায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমানকে পূৰ্ব্ব পাকিস্তান জননিরাপত্তা অর্ডিন্যান্স এর ৭ (৩) ধারা এবং পাকিস্তান দণ্ডবিধির ১২৪-ক ধারা অনুসারে তাহার ধানমণ্ডিস্থ বাসভবন হইতে গ্রেফতার করা হয়। পরে সেই দিনই তাহাকে ২হাজার টাকার জামীনে মুক্তি দেওয়া হইয়াছে। শেখ ছাহেবের বিরুদ্ধে উপরােক্ত আইন বলে একটি নয়া কেস দায়ের করা হইয়াছে। শেখ মুজিবর রহমানকে আগামী ৮ই জুন ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব এম, বি, আলীম-এর আদালতে হাজিরা দিতে হইবে। উল্লেখযােগ্য যে তাঁহার বিরুদ্ধে আরও দুইটি মামলা চালু রহিয়াছে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব