ইত্তেফাক
১৮ই মে ১৯৬৪
অধিকার বঞ্চিত মানুষ সরকারের উপর আস্থা হারাইয়াছে
খুলনার বিরাট জনসভায় শেখ মুজিবের বক্তৃতা
(ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি)
খুলনা, ১৭ই মে- অদ্য স্থানীয় মিউনিসিপ্যাল পার্কে প্রায় ৫০ হাজার লােকের এক বিরাট সভায় বক্তৃতাকালে শেখ মুজিবর রহমান জনগণকে ভােটাধিকার হইতে বঞ্চিত করার জন্য বর্তমান সরকারের তীব্র সমালােচনা করেন। তিনি স্মরণ করাইয়া দেন যে, জনগণ স্বাধীনতা হাসিল করিয়াছে আর বর্তমান সরকার তাহা কাড়িয়া লইয়াছেন। তিনি বলেন যে, জনসাধারণের প্রতি বিশ্বাসঘাতকতাই এই সরকারের বৈশিষ্ট্য। বর্তমান সরকার জনগণকে বিশ্বাস করেন না আর জনগণেরও সরকারের উপর আস্থা নাই। তিনি বলেন যে, এই অবস্থা জাতীয় ঐক্যকে বিনষ্ট করিবে। আওয়ামী নেতা কিভাবে পূর্ব পাকিস্তানের স্বার্থ নষ্ট করা হইয়াছে এবং কিভাবে পূর্ব পাকিস্তানকে প্রতারিত করা হইয়াছে, তাহা ব্যাখ্যা করেন। তিনি বলেন যে, স্থানীয় বিশ্বাসঘাতকরাই হইতেছে আসল শত্রু এবং জনসাধারণের অবশ্যই তাহাদের চিনিয়া রাখিতে হইবে। ভবিষ্যৎ যেখানে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন এবং কর্মীদের যেখানে চরম উৎপীড়ন ও নিপীড়নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রহিয়াছে, সেখানে আওয়ামী লীগ আন্দোলন শুরু করায় তিনি খুশী হইয়াছেন। (অসমাপ্ত)
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব