You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১১ই মে ১৯৬৪

স্বল্প পরিমাণ জমির মালিকদের কর মওকুফের দাবী
সিরাজগঞ্জে বিরাট জনসভায় শেখ মুজিবের বক্তৃতা

(আজাদের উত্তরবঙ্গ প্রতিনিধি)
সিরাজগঞ্জ, ১০ই মে। প্রাদেশিক আওয়ামী লীগের সেক্রেটারী শেখ মুজিবর রহমান আজ এখানে বক্তৃতা প্রসঙ্গে স্বল্প পরিমাণ জমির মালিকদের ২৫বছরের কর মওকুফের দাবী জানান। অদ্য এখানে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান উভয় প্রদেশের মধ্যকার ক্রমবর্ধমান বৈষম্য এবং এছলামাবাদে রাজধানী স্থানান্তরের নিন্দা করেন। যাহাদের ২৫ বিঘা জমি রহিয়াছে, তিনি তাহাদের জন্য ২৫ বছরের কর মওকুফের দাবী জানান। প্রাপ্ত বয়স্কদের ভােটাধিকার প্রশ্নে তিনি প্রেসিডেন্টকে জনসাধারণের মােকাবেলা করিতে আহ্বান জানান। তিনি অচিরেই সমগ্র দেশে প্রাপ্ত বয়স্কদের ভােটাধিকার প্রবর্তনের দাবী জানান। তিনি বলেন যে, বেপরােয়াভাবে ঋণ গ্রহণের জন্য সুদ বাবদ বিদেশী রাষ্ট্রসমূহকে ৪৯ কোটি টাকা প্রদান করিতে হইবে। তিনি প্রদেশের সকল রাজবন্দীর আশু মুক্তি দাবী করেন। নিজেদের দাবী আদায়ের জন্য তিনি জনসাধারণকে আত্মােৎস্বর্গের জন্য প্রস্তুত থাকিতে আহ্বান জানান।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব