You dont have javascript enabled! Please enable it! 1964.05.05 | রংপুরে আওয়ামী নেতাদের সম্বর্ধনা | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
৫ই মে ১৯৬৪

রংপুরে আওয়ামী নেতাদের সম্বর্ধনা

(বিশেষ প্রতিনিধি)
রংপুর, ৩রা মে- পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান, খােন্দকার মােশতাক আহমদ এবং জাতীয় পরিষদ সদস্য জনাব কামরুজ্জামান গাইবান্ধা হইতে অদ্য এখানে আগমন করিলে রেলওয়ে ষ্টেশনে তাঁহাদিগকে বিপুলভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবং মাল্যভূষিত করা হয়। মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ গতকাল রাত্রেই এখানে আগমন করিয়াছেন।
এখানে আগমনের পর শেখ মুজিবর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন যে, ওয়ার্কস প্রােগ্রাম পূর্ব পাকিস্তানের অর্থনীতি ধ্বংস করার আর এক কৌশল। তার কারণ ওয়ার্কস প্রগ্রাম হইতেছে মুনাফাহীন পুঁজি বিনিয়ােগের সামিল। এই জন্যই পশ্চিম পাকিস্তান অপেক্ষা পূর্ব পাকিস্তানে এই খাতে অধিক অর্থ বরাদ্দ করা হইয়াছে। তিনি বলেন যে, ওয়ার্কস প্রােগ্রামের মাধ্যমে যে বিশ কোটি টাকা ব্যয় করা হইতেছে তাহা অপব্যয় ছাড়া আর কিছুই নহে। তিনি অভিযােগ করেন যে, কিছু সংখ্যক লােককে ঘুষ দেওয়া এবং মূলধন গঠনে বাধা দেওয়াই ইহার প্রকৃত উদ্দেশ্য। এই বিশ কোটি টাকা শিল্পখাতে ব্যয় করা হইলে একটি বড় অংকের মূলধন গঠিত হইতে পারিত। শেখ মুজিব গলার ব্যথায় সামান্য অসুস্থ হইয়া পড়িয়াছেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব