ইত্তেফাক
১৯শে এপ্রিল ১৯৬৪
জনগণের সার্বভৌমত্ব নস্যাৎ করার উদ্দেশ্যেই নির্বাচন বানচাল করা হয়
বরিশালের বিরাট জনসভায় শেখ মুজিব কর্তৃক পূর্বাপর পরিস্থিতি বর্ণনা
(ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রেরিত)
বরিশাল, ১৮ই এপ্রিল- অদ্য স্থানীয় টাউন হলে প্রদত্ত একটি বিরাট জনসভায় বক্তৃতাকালে শেখ মুজিবর রহমান বলেন যে, জনগণের সার্বভৌমত্ব কায়েমের প্রচেষ্টাকে নস্যাৎ করার জন্য ১৯৫৯ সালের সাধারণ নির্বাচনকে বানচাল করা হয়। তিনি বলেন যে, বৈষম্যের অবসান, পূর্ণ স্বায়ত্তশাসন, পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে জনগণের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য পূর্ব পাকিস্তানের দাবীকে বানচাল করার চক্রান্তও ইহার পিছনে কাজ করিয়াছে। শেখ সাহেব বলেন যে, আমাদের এই মহান দেশে মীরজাফররা জাকিয়া রহিয়াছে। তিনি তাহাদের হুঁশিয়ার করিয়া দিয়া বলেন যে, একদিন জনগণের আদালতে তাহাদের হাজীর হইতে হইবে। জনাব এস, ডব্লিউ, লকিতুল্লা এই সভায় সভাপতিত্ব করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব