You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
২৮শে এপ্রিল ১৯৬৪

গভর্ণরের গাড়ীতে প্রচারপত্র নিক্ষেপের মামলা
শেখ মুজিবরের ৫২৬ ধারায় আবেদনের ভিত্তিতে শুনানী স্থগিত

(স্টাফ রিপাের্টার)
গতকল্য (সােমবার) ঢাকার মহকুমা হাকিম (উত্তর) জনাব শামসুদ্দীন আহমদের এজলাসে আওয়ামী লীগ সম্পাদক শেখ মুজিবর রহমান, শাহ আজিজুর রহমান ও অপর ৫ ব্যক্তির বিরুদ্ধে গভর্ণরের গাড়ীর প্রতি প্রচারপত্রের বাণ্ডিল নিক্ষেপ ও উহাতে সহায়তা করার অভিযােগে আনীত মামলার শুনানী শুরু হয়। কিন্তু প্রথম সরকারী সাক্ষীর জবানবন্দী শুরু হওয়ার পর শেখ মুজিবর রহমান আদালতে ৫২৬ ধারা অনুযায়ী মামলা স্থানান্তরের আবেদন করিলে আদালত তৎক্ষণাৎ মামলার শুনানী স্থগিত রাখেন এবং আগামী ২৭শে মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। ৫২৬ ধারার আবেদন পেশ হওয়ার পর “ কোন কোন আসামীর অন্যত্র যাওয়ার সম্ভাবনা থাকিতে পারে” বলিয়া আদালত কয়েকজন আসামীর জামিনের টাকার পরিমাণ বাড়াইয়া ৬ হাজার টাকা করেন। প্রকাশ থাকে যে, পূর্বে উক্ত আসামীদের প্রত্যেকের জামিনের অঙ্কের পরিমাণ ছিল ৫০০ টাকা। সরকার পক্ষে ঢাকার পাবলিক প্রসিকিউটর, কোর্ট ইন্সপেক্টর প্রমুখ এবং আসামীপক্ষে এডভােকেট জনাব আতাউর রহমান খান, জনাব জহিরুদ্দীন, সৈয়দ আজিজুল হক, খােন্দকার মুস্তাক আহমদ, জনাব আবুল, উকিল জনাব মঞ্জুরুর রহিম প্রমুখ মামলা পরিচালনা করিতেছেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!