ইত্তেফাক
৮ই এপ্রিল ১৯৬৪
আওয়ামী লীগ নেতৃবৃন্দের চট্টগ্রাম যাত্রা
(স্টাফ রিপাের্টার)
অদ্য (বুধবার) রাত্রি দশটা বিশ মিনিটে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নেতৃবৃন্দ ৬ দিনব্যাপী চট্টগ্রাম ও সিলেট সফরের উদ্দেশ্যে চট্টগ্রাম মেলযােগে ঢাকা ত্যাগ করিবেন।
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান, পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জহিরুদ্দিন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রচার সম্পাদক জনাব হাফিজ হাবিবুর রহমান, সমাজ সেবা সম্পাদক জনাব মতিউর রহমান এবং পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সদস্য ও সাবেক এম,পি,এ খােন্দকার মােস্তাক আহমদ এই ৬ দিনব্যাপী সফরকালে চট্টগ্রাম ও সিলেটে দুইটি কর্মীসভা ও দুইটি জনসভায় এবং কুলাউড়ায় একটি জনসভায় বক্তৃতা করিবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব