আজাদ
১০ই এপ্রিল ১৯৬৪
সংবাদপত্র দলনের তীব্র নিন্দা
জামানত তলবের নােটিশ প্রত্যাহার দাবী
চট্টগ্রামের সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তৃতা
(নিজস্ব সংবাদদাতা প্রেরিত)
চট্টগ্রাম, ৯ই এপ্রিল। -অদ্য সন্ধ্যায় এখানে আওয়ামী লীগ কর্মীদের এক বিরাট সভায় ঢাকার তিনটি সংবাদপত্র দৈনিক আজাদ, ইত্তেফাক ও সংবাদের বিরুদ্ধে সরকারের জামানত তলবের শাে-কজ নােটিশ প্রত্যাহারের জন্য দৃঢ় দাবী জানান হয়।
এখানে জে, এম সেন হলে এই সভা অনুষ্ঠিত হয়। সিটী আওয়ামী লীগ সভাপতি জনাব মােজাফর আহমদ ইহাতে সভাপতিত্ব করেন। পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী জনাব জহিরুদ্দীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সেক্রেটারী শেখ মুজিবর রহমান, খােন্দকার মােশতাক এবং আরও অনেকে এই সভায় বক্তৃতা দেন। আওয়ামী লীগের হাজার হাজার কর্মী এই সভায় যােগদান করেন। জেলার বহু দূরদূরান্ত গ্রাম হইতেও শত শত কর্মী সভায় যােগদান করেন। সভায় বক্তাগণ সংবাদপত্রের কণ্ঠরােধ ও দমন নীতির তীব্র নিন্দা করেন এবং প্রেস এণ্ড পাবলিকেশন অর্ডিন্যানস বাতেল করিয়া সংবাদপত্র গুলিকে পূর্ণ স্বাধীনতা দানের দাবী জানান।
জনাব জহিরুদ্দীন বলেন যে, প্রত্যেকটি পাকিস্তানীর মৌলিক মানবিক অধিকারের জন্য আওয়ামী লীগ একদিকে যেমন গণতন্ত্রের লড়াই চালাইয়া যাইবে অপর দিকে তেমনি পাকিস্তানের ঐক্য সংহতি ও সমৃদ্ধির জন্য কাজ করিবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব