ইত্তেফাক
১২ই এপ্রিল ১৯৬৪
কোন জুলুমই জনমত স্তব্ধ করিতে পারে না
শেখ আবদুল্লাহর মুক্তি সম্পর্কে শেখ মুজিব
চট্টগ্রাম, ১১ই এপ্রিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সম্পাদক শেখ মুজিবর রহমান শেখ মােহাম্মদ আবদুল্লাহর মুক্তিকে অভিনন্দিত করিয়া বলেন যে, তাঁহার মুক্তিতে কাশ্মীরী জনগণের জয় সূচিত হইয়াছে।
তিনি বলেন যে, নেহরু সরকার শেষ পর্যন্ত শেখ আবদুল্লাহর মুক্তির জন্য যে গণদাবী উত্থাপিত হয়, উহার নিকট নতি স্বীকার করিতে বাধ্য হইয়াছেন। শেখ মুজিব আরও বলেন যে, কাশ্মীরী জনগণের জন্য শেখ আবদুল্লাহর ত্যাগ ব্যর্থ হয় নাই এবং শেখ আবদুল্লাহর মুক্তিই উহার প্রমাণ। তিনি বলেন যে, কোন অত্যাচারই জনমতকে স্তব্ধ করিতে পারে না। পরিশেষে তিনি বলেন যে, শেখ আবদুল্লাহর মুক্তিতে কাশ্মীরীদের ইচ্ছা অনুযায়ী কাশ্মীর সমস্যা সমাধানের সম্ভাবনা উজ্জ্বল হইয়াছে। – এ,পি,পি
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব