আজাদ
১৩ই এপ্রিল ১৯৬৪
গণবিরােধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম
কুলাউড়ায় শেখ মজিবুর রহমানের বক্তৃতা কুলাউড়া (সিলেট), ১২ই এপ্রিল। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান গণ-বিরােধী অশুভ শক্তির বিরুদ্ধে জনমত গড়িয়া তােলার জন্য আজ আওয়ামী লীগ কর্মীদের প্রতি আহ্বান জানান। আজ সকালে স্থানীয় আওয়ামী লীগ অফিসে দলীয় কর্মীদের এক সমাবেশে বক্তৃতা প্রসঙ্গে শেখ মুজিবর রহমান বলেন যে, বাঞ্ছিত লক্ষ্য হাসেলের জন্য কর্মীদেরকে কঠোর পরিশ্রম করিতে হইবে।
তিনি বলেন, গণদাবী আদায়ের আন্দোলন ত্বরান্বিত করার জন্য আওয়ামী লীগ যে কোন পার্টির সহিত কাজ করিতে প্রস্তুত। তবে তিনি রাজনৈতিক দিক দিয়া যেকোন দল অথবা পার্টির সহিত তাঁহার দলের কোন চুক্তিতে আবদ্ধ হওয়ার সম্ভাবনা প্রত্যাখ্যান করেন। শেখ মুজিব দাবী করেন যে, পূৰ্ব্ব পাকিস্তানে আওয়ামী লীগই হইতেছে একমাত্র জীবন্ত প্রতিষ্ঠান। আওয়ামী লীগ নেতা এই মর্মে আশা প্রকাশ করেন যে, প্রদেশের প্রতিটি ইউনিয়ন হইতে যদি অন্ততঃ পাঁচজন করিয়া নিঃস্বার্থ কৰ্ম্মী পাওয়া যায় তাহা হইলে তিনি জনসাধারণকে তাহাদের দাবী দাওয়া সম্পর্কে ওয়াকেবহাল করিয়া তুলিতে সক্ষম হইবেন। বাঞ্ছিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্য তিনি দলীয় কর্মীদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানান এবং এই লক্ষ্য হাছেলের জন্য আওয়ামী লীগের নীতি ব্যাখ্যা করেন। শেখ মুজিবর রহমান মেসার্স হাফিজুর রহমান, আবদুল মালেক এম পি এ সমভিব্যাহারে আজ চট্টগ্রাম হইতে এখানে আগমন করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব