ইত্তেফাক
৩রা এপ্রিল ১৯৬৪
আওয়ামী নেতৃবৃন্দের চট্টগ্রাম সফর
১০ই এপ্রিল লালদীঘি ময়দানের জনসভায় বক্তৃতা
(ষ্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান; নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জহিরুদ্দিন শাহ্ আজিজুর রহমান; প্রাদেশিক আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাফেজ হাবিবুর রহমান ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব মতিউর রহমান; খােন্দকার মােশতাক আহমদ; জনাব আলী আকবর চৌধুরী; নােয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবদুল মালেক এম,পি,এ এবং ফেনী মহকুমা আওয়ামী লীগ সম্পাদক জনাব খাজা আহমদ আগামী ১০ই এপ্রিল বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে লালদীঘি ময়দানে আয়ােজিত এক জনসভায় বক্তৃতা দান করিবেন। নেতৃবৃন্দ ৮ই এপ্রিল রাত্রি ১০টায় চট্টগ্রাম মেলযােগে চট্টগ্রাম যাত্রা করিয়া ৯ই এপ্রিল সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম পৌছিবেন। নেতৃবৃন্দ ৯ই এপ্রিল চট্টগ্রামের জে,এম, সেন হলে আওয়ামী লীগ কর্মী সম্মেলনে বক্তৃতা দান করিবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব