You dont have javascript enabled! Please enable it! 1964.03.17 | দাবী দিবসকে সার্থক করিয়া তুলুনঃ শেখ মুজিব | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
১৭ই মার্চ ১৯৬৪

দাবী দিবসকে সার্থক করিয়া তুলুনঃ শেখ মুজিব

(ষ্টাফ রিপাের্টার)
গতকল্য (সােমবার) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন যে, সার্বজনীন ভােটাধিকার ও প্রত্যক্ষ নির্বাচনের ভিত্তিতে জাতীয় ও প্রাদেশিক পরিষদে প্রতিনিধি নির্বাচনের মৌলিক অধিকার হইতে চিরস্থায়ীভাবে দেশবাসীকে বঞ্চিত করার প্রয়াসের মধ্য দিয়া শাসকগােষ্ঠী আজ জাতিকে এক মহা চ্যালেঞ্জের মুখে ঠেলিয়া দিয়াছে। তিনি বলেন যে, মৌলিক গণতন্ত্র প্রথার মধ্য দিয়া পরােক্ষ নির্বাচন পদ্ধতিকে পাকাপােক্ত করার উদ্দেশ্য লইয়া চলতি জাতীয় পরিষদ অধিবেশনে ভােটাধিকার বিল পাস করাইবার একটি দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা চালানাে হইতেছে।
শেখ মুজিবর রহমান বলেন যে, সংগঠিত ও ঐক্যবদ্ধ জনতার প্রতিবাদধ্বনির মধ্য দিয়াই সার্বিকভাবে এই চ্যালেঞ্জের মােকাবিলা করিতে হইবে। তিনি বলেন যে, প্রাপ্ত বয়স্কদের ভােটাধিকার এবং প্রত্যক্ষ নির্বাচন সংক্রান্ত সর্বদলীয় সংগ্রাম পরিষদ এই ঐক্যবদ্ধ সংগ্রামের পথ প্রদর্শন করিয়াছে। সকল দল ও গণতান্ত্রিক শক্তির সহিত সহযােগিতাক্রমে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ঘােষণা মােতাবেক সার্থকভাবে আগামী ১৮ই ও ১৯শে মার্চ দাবী দিবস পালনের জন্য শেখ মুজিব আওয়ামী লীগের সকল শাখার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ১৮ই মার্চের কর্মসূচীতে রাস্তার মােড়ে মােড়ে সভা, পােষ্টার লাগানাে, ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল বাহির করা এবং ১৯শে মার্চের কর্মসূচীতে ধর্মঘট, জনসভা এবং মিছিল বাহির করার নির্দেশ রহিয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব