ইত্তেফাক
১৯শে মার্চ ১৯৬৪
রাজশাহীতে ছাত্র দলনের নিন্দা
শেখ মুজিব কর্তৃক মামলা প্রত্যাহার দাবী
গতকল্য (বুধবার) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে গােলযােগ সম্পর্কে ধৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০জন ছাত্র নেতার বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার করার দাবী জানান।
সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে শেখ মুজিবর রহমান বলেন যে, ছাত্র ও জনসাধারণের উপর গুণ্ডা লেলাইয়া দিয়া কিংবা নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করিয়া দেশের ন্যায্য আন্দোলন বন্ধ করা যাইবে না। ছাত্রদের মামলা সম্পর্কে বিহিত ব্যবস্থা অবলম্বনের জন্য শেখ মুজিব স্থানীয় আইনজ্ঞদের প্রতি অনুরােধ জানাইয়াছেন।
শেখ মুজিব জানান যে, রাজশাহীর ধৃত ছাত্র নেতাদের জামিনে মুক্তিদান করা হইলেও জামিনদারে অভাবে এখনও তাহারা জেলহাজতে রহিয়াছেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব