You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
২১শে মার্চ ১৯৬৪

গুণ্ডাদের সমর্থনে প্রাদেশিক মন্ত্রী
রাজশাহীর ঘটনা সম্পর্কে জেলা আওয়ামী লীগ সভাপতির বিবৃতি

(নিজস্ব সংবাদদাতার তার)
রাজশাহী, ১৯শে মার্চ।- রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি জনাব মুজিবর রহমান সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে রাজশাহীর ছাত্রদের উপর গুণ্ডা দলের বর্বরােচিত হামলার তীব্র প্রতিবাদ করিয়া বলেন, ছাত্রদের উপর এই গুণ্ডামিতে এখানকার রাজনৈতিক মহল ও জনসাধারণ বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। সর্বাপেক্ষা দুঃখজনক বিষয় হইতেছে এই যে, গত ১৬ই মার্চ তারিখে জনৈক প্রাদেশিক মন্ত্রী স্থানীয় সার্কিট হাউসে সরকারী অফিসার কয়েকজন এম,পি,এ ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের সম্মুখে এইসব গুণ্ডাদের প্রকাশ্যভাবে বাহবা দিয়াছেন। শহরের শান্তি যাহারা ভঙ্গ করিয়াছে, সেই গুণ্ডা দলকে মন্ত্রীর তরফ হইতে উৎসাহ দেওয়ার ন্যায় নীতিবিগর্হিত কার্যকে নিন্দা করার ভাষা খুঁজিয়া পাওয়া যায় না। একজন দায়িত্বশীল মন্ত্রী যদি প্রকাশ্যভাবেই সমাজবিরােধীদের “মিঠাই খাওয়াইতে ও ইনাম বিলাইতে” থাকেন তাহা হইলে শাসন কর্তৃপক্ষের আইন-শৃংখলা বজায় রাখা ও নিরপেক্ষ শাসন পরিচালনা কিভাবে সম্ভব হইবে, তাহা ভাবিয়া পাওয়া যায় না।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!