ইত্তেফাক
১লা মার্চ ১৯৬৪
সুষ্ঠু রাজনৈতিক দলের মাধ্যমেই গণদাবী আদায় সম্ভব
কুমিল্লা জেলা আওয়ামী লীগ কর্মী সম্মেলনে শেখ মুজিবের বক্তৃতা
(ভ্রাম্যমাণ প্রতিনিধি)
কুমিল্লা, ২৯শে ফেব্রুয়ারী- অদ্য কুমিল্লা টাউন হলে আয়ােজিত জেলা আওয়ামী লীগ কর্মী সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ
৩০২
সম্পাদক শেখ মুজিবর রহমান বলেন, সুষ্ঠু রাজনৈতিক দলের মাধ্যমেই জনসাধারণের ন্যায্য দাবী-দাওয়া আদায় করা যাইতে পারে। জনাব রহমান বলেন, আমরা নিম্নতম কর্মসূচীর ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সহিত একযােগে কাজ করার পক্ষপাতী।
প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী জনাব আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে অধ্যাপক হাফেজ হাবিবুর রহমান, খােন্দকার মুশতাক আহমদ, জনাব মিজানুর রহমান চৌধুরী এম এন এ, জনাব বজলুর রহমান, প্রাক্তন এম,পি,এ জনাব আবদুল গণি, জনাব আহমদ আলী, শাহ মােয়াজ্জেম হুসেন, জনাব আমীর হুসেন, জনাব দলিউর রহমান, জনাব এম, এ, ওয়াদুদ ও হাজী রমিজ উদ্দীন বক্তৃতা প্রদান করেন। উক্ত সভায় কুমিল্লার ৭জন আইনজীবী ও ১ জন অধ্যাপক আওয়ামী লীগে যােগদান করেন। তাঁহারা হইলেন মেসার্স দলিউর রহমান, বজলুর রহমান চৌধুরী, বদিউজ্জামান চৌধুরী, আবু মূসা চৌধুরী, কাজী গােলাম মাের্তজা, বদিউল আলম, আবদুল খালেক মিয়া ও অধ্যাপক এ, ডাব্লু মােঃ তােহা।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব