ইত্তেফাক
১লা ফেব্রুয়ারি ১৯৬৪
যথাযােগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারী পালনের আহ্বান
যথাযােগ্য মর্যাদার সঙ্গে অমর একুশে ফেব্রুয়ারী উদ্যাপনের জন্য প্রাদেশিক আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান দলের সকল ইউনিয়নের প্রতি আহ্বান জানাইয়াছেন।
গতকল্য (শুক্রবার) এক বিবৃতিতে তিনি বলেন ঃ “অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে বাংলার স্বীকৃতির দাবীতে ছাত্র সমাজের আত্নোৎসর্গের কথা স্মরণ করাইয়া দিয়া একুশে ফেব্রুয়ারীর ‘শহীদ দিবস’ সমাগত প্রায়। এই পবিত্র দিন উপলক্ষে আমরা শহীদদের আত্মোৎসর্গের কথা স্মরণ করিব এবং বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধানিবেদন করিয়া গণঅধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আরও আত্মােৎসর্গের জন্য নিজেদের প্রস্তুত করিব- ইহাই স্বাভাবিক ও সঙ্গত। সুতরাং, দেশের অন্যান্য গণতান্ত্রিক শক্তির সহযােগিতায় যথােপযুক্তভাবে ২১শে ফেব্রুয়ারী পালনের জন্য আমি প্রতিষ্ঠানের সকল ইউনিটের প্রতি আবেদন জানাইতেছি।” – এ,পি, পি।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব