আজাদ
৪ঠা ফেব্রুয়ারি ১৯৬৪
আওয়ামী লীগের সম্মেলন
আগামী ৬ই মার্চ ঢাকায় অনুষ্ঠানের তােড়জোড়
(ষ্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান গতকল্য রবিবার জানাইয়াছেন যে, আগামী ৬ই মার্চ ঢাকায় তিনদিনব্যাপী আওয়ামী লীগের প্রাদেশিক কাউন্সিলার এবং প্রতিনিধি সম্মেলন শুরু হইবে। সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করা হইয়াছে।
গতকল্য শেখ মুজিবর রহমানের বাসভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ নেতৃবৃন্দের এক বৈঠকে সম্মেলন উপলক্ষে অর্থ, প্রচার এবং প্রতিনিধিদের থাকার ব্যবস্থা প্রভৃতি বিষয়ে সাব-কমিটি গঠন করা হইয়াছে। জনাব মাহিবুস সামাদ, জনাব আবুল হােসেন এবং জনাব গাজী গােলাম মােস্তফা যথাক্রমে এই তিন সাব-কমিটির আহ্বায়ক নিৰ্বাচিত হইয়াছেন। এই সাব-কমিটিতে প্রয়ােজন মত আরও সদস্য কো-অপট করার ক্ষমতা আহ্বায়কদের দেওয়া হইয়াছে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব