You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
১১ই ফেব্রুয়ারি ১৯৬৪

প্রত্যক্ষ ও বয়স্ক ভােটাধিকারের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করুন
সকল দল ও গণতান্ত্রিক শিবিরের প্রতি আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির আহ্বান
সীমিত ভােটাধিকারের ন্যায় মধ্যযুগীয় ব্যবস্থা চালু রাখার কঠোর সমালােচনা

(ষ্টাফ রিপাের্টার)
গতকল্য (সােমবার) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি অনতিবিলম্বে সকল পর্যায়ে প্রত্যক্ষ ও প্রাপ্ত বয়স্কদের ভােটাধিকার প্রতিষ্ঠার দাবী আদায়ের জন্য দেশের সকল দল ও গণতান্ত্রিক শিবিরের প্রতি সম্মিলিতভাবে শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করার আহ্বান জানায়। এই মৌলিক অধিকার আদায়ের জন্য ওয়ার্কিং কমিটি দলের সকল ইউনিটকেও নিজ নিজ এলাকায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার নির্দেশ প্রদান করিয়াছে।
গতকল্য বিকালে ধানমণ্ডাইয়ে অবস্থিত শেখ মুজিবর রহমানের বাড়িতে জনাব মহিবুস সামাদের সভাপতিত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি মনে করেন যে, সকল নির্বাচনে প্রাপ্ত বয়স্কদের ভােটাধিকার দেশবাসীর একটি সুপ্রতিষ্ঠিত অধিকার এবং বর্তমান শাসকগােষ্ঠী দেশবাসীকে এই মৌলিক অধিকার হইতে বঞ্চিত করিয়া সীমিত ভােটাধিকারের মত একটি মধ্যযুগীয় ব্যবস্থা চালু করিয়াছেন। ওয়ার্কিং কমিটি বলেন যে, বর্তমান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত নির্বাচনী কমিশন জাতীয় ও প্রাদেশিক পরিষদের জন্য সার্বজনীন ভােটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষ নির্বাচনের সুপারিশ করা সত্ত্বেও বর্তমান শাসক গােষ্ঠী জনসাধারণের সার্বজনীন দাবীর প্রতি এবং ভােটাধিকার কমিশনের সুপারিশের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করিয়া সীমিত নির্বাচনী ব্যবস্থা কায়েম রাখার জন্য উঠিয়া-পড়িয়া লাগিয়াছেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনতিবিলম্বে সকল পর্যায়ে সার্বজনীন প্রাপ্ত বয়স্কদের ভােটাধিকার এবং প্রত্যক্ষ নির্বাচনের প্রবর্তন করার জন্য আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি সরকারী দলের কাছে জোর দাবী জানায়। ওয়ার্কিং কমিটি এই দাবী আদায়ের জন্য দেশের সকল দল ও গণতান্ত্রিক শিবিরকে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করার আহ্বান জানাইয়াছেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!