You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১৫ই জানুয়ারি ১৯৬৪

উত্তেজনা সৃষ্টিকারীদের তৎপরতা ব্যর্থ করিয়া শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান
সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষার জন্য সর্বদলীয় সভায় সিদ্ধান্ত গ্রহণ

(স্টাফ রিপাের্টার)
দুষ্কৃতিকারীদের যাবতীয় চক্রান্ত ব্যর্থ করিয়া প্রদেশে শান্তি ও শৃংখলা বজায় রাখার কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য গতকল্য মঙ্গলবার সন্ধ্যায় জনাব আতাউর রহমান খানের বাসভবনে অনুষ্ঠিত এক সৰ্ব্বদলীয় সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দৃঢ় সংকল্প প্রকাশ করা হয়। সভায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ ও অন্যান্য দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অদ্য বুধবার অপরাহ্ন সাড়ে ৩টায় পুনরায় সর্বদলীয় ভিত্তিতে এক প্রতিনিধিত্বমূলক বৈঠক পাকিস্তান অবজারভার পত্রিকা অফিসে অনুষ্ঠিত হইবে।
গতকল্যকার সভায় বিভিন্ন জেলায়ও অনুরূপভাবে সৰ্ব্বদলীয় ভিত্তিতে শান্তি ও শৃংখলা রক্ষার ব্যবস্থাকল্পে জেলার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান হয়। গতকল্য জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ ঢাকা ও নারায়ণগঞ্জের কতিপয় এলাকা সফর করেন। জনাব আতাউর রহমান খান, জনাব হামিদুল হক চৌধুরী, শেখ মুজিবর রহমান, জনাব মাহমুদ আলী, জনাব অলি আহাদ, জনাব আবদুস সামাদ, জনাব তােফাজ্জল হােসেন, জনাব জহুর হােসেন চৌধুরী প্রমুখ শহরের কতিপয় এলাকা সফর করেন এবং জনসাধারণকে দুষ্কৃতিকারীদের যাবতীয় দুরভিসন্ধি বানচাল করিতে আহ্বান জানান।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!