ইত্তেফাক
১৬ই জানুয়ারি ১৯৬৪
শেখ মুজিবের উপরও হামলা
গতকল্য সকাল হতেই শেখ মুজিবুর রহমান কয়েকজন কর্মী সমভিব্যাহারে ওয়ারী এলাকার সংখ্যালঘু অধিবাসীদের নিরাপদ স্থানে স্থানান্তরের কাজে ব্যাপৃত হন। তাঁহারা যখন উদ্ধার কার্যে ব্যাপৃত ছিলেন, তখন দুষ্কৃতিকারীরা তাহাদিগকে ধাওয়া করিয়া লইয়া যায়। কিন্তু ইহাতেও শেখ মুজিব কর্তব্য বিচ্যুত হন নাই। নিজের প্রাণের উপর ঝুঁকি নিয়াও পরে তিনি অন্যান্য কর্মীদের সঙ্গে যাইয়া পুনরায় সংখ্যালঘুদের উদ্ধার কার্যে গমন করেন। শেখ মুজিবুর রহমান এবং সঙ্গী কর্মীবৃন্দ বহুকষ্টে ওয়ারী এলাকার প্রায় পাঁচশত সংখ্যালঘু অধিবাসীকে নিরাপদ স্থানে স্থানান্তর করিতে সক্ষম হন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব