আজাদ
১লা ডিসেম্বর ১৯৬৩
নয়া রাজনৈতিক দল গঠন
বিরােধী দলের নেতৃবৃন্দের উদ্যোগ অব্যাহত
ঢাকা, ৩০শে নবেম্বর।- আজ অপরাহ্নে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ এবং জাতীয় ও প্রাদেশিক পরিষদের বিরােধী দলের কয়েকজন নেতা এখানে এক ঘরােয়া বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালােচনা করেন এবং এই পরিপ্রেক্ষিতে একটি সম্মিলিত রাজনৈতিক দল গঠনের চিন্তা করেন। এই সম্পর্কে বিরােধী দলের নেতা আফসার উদ্দীন এক সাংবাদিক সাক্ষাৎকারে বলেন যে, জনসাধারণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য একটি সম্মিলিত রাজনৈতিক দল গঠন সম্বন্ধে উক্ত সভায় আলােচনা করা হয়। জনাব আতাউর রহমান, শেখ মুজিবুর রহমান, জনাব নূরুল আমীন প্রমুখ। নেতৃবৃন্দ উক্ত সভায় যােগদান করেন। এপিপি
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব