আজাদ
২৯শে ডিসেম্বর ১৯৬৩
আওয়ামী লীগ ও ন্যাপের পুনরুজ্জীবন
শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা
ঢাকা, ২৮শে ডিসেম্বর। অধুনালুপ্ত আওয়ামী লীগ দল পুনরুজ্জীবিত করা হইবে না বলিয়া ইতিপূর্বে দলীয় কর্মকর্তাগণ যে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছিলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করিয়া উহা পুনর্বিবেচনা করা হইতেছে বলিয়া অদ্য জানা গিয়াছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলের নিকট হইতে জানা যায় যে, দলীয় কর্মীদের একাংশ পার্টি পুনরুজ্জীবিত করার পক্ষপাতী এবং তাহারা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহিত মিলিত হইয়া কাজ করিতে চাহেন। পার্টির পুনরুজ্জীবন দাবী করিয়া জাতীয় পরিষদের ১০ জন সদস্য আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী জনাব শেখ মুজিবর রহমানের নিকট এক স্মারকলিপি প্রদান করিয়াছেন বলিয়া জানা গিয়াছে। এতদসম্পর্কে জনাব মুজিবর রহমানের সহিত যােগাযােগ স্থাপন করা হইলে তিনি উহার সত্যতা স্বীকার করেন। তিনি জানান যে, পার্টির ওয়ার্কিং কমিটির আগামী অধিবেশনে উক্ত স্মারকলিপি পেশ করা হইবে। পরবর্তী মাসের কোন এক সময়ে উক্ত অধিবেশন অনুষ্ঠিত হইবে। —পি,পি,এ
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব