You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
৯ই নভেম্বর ১৯৬৩

জাতীয় সম্পদের সিংহভাগ এক অঞ্চলে ব্যয় জাতীয় সংহতির পরিপন্থী
যশাের জেলা আওয়ামী লীগ কর্মীদের উদ্যোগে জনসভায়
শেখ মুজিবের বক্তৃতা

(নিজস্ব সংবাদদাতা)
যশাের, ৮ই নভেম্বর। – অদ্য যশাের জেলা সাবেক আওয়ামী লীগের উদ্যোগে যশাের টাউন হল ময়দানে আয়ােজিত জনসভায় বক্তৃতা প্রসঙ্গে শেখ মুজিবর রহমান প্রেসিডেন্টকে এই মর্মে চ্যালেঞ্জদান করেন যে, তিনি (প্রেসিডেন্ট) পূর্ব পাকিস্তানের যে কোন কেন্দ্রে গণভােটে প্রতিদ্বন্দ্বিতা করিলে যে কোন সাধারণ কর্মীর নিকট পরাজয় বরণ করিবেন। শেখ মুজিবর রহমান বলেন যে, প্রেসিডেন্ট যেভাবে গত ৬ বৎসর যাবৎ ক্ষমতায় অধিষ্ঠিত আছেন, ঠিক সেইভাবেই যদি অনির্দিষ্টকাল ক্ষমতায় অধিষ্ঠিত থাকিবেন বলিয়া। ভাবিয়া থাকেন তাহা হইলে তিনি ভুল করিতেছেন। কারণ তাহা হইলে ইতিহাস মিথ্যা হইবে বলিয়া তিনি উল্লেখ করেন। শেখ মুজিব বলেন যে, পূর্ব পাকিস্তানের জনগণ উভয় অংশের অখণ্ডতায় বিশ্বাসী; কিন্তু এই অখণ্ডতার অর্থ ইহা নয় যে, মােট ব্যয়বরাদ্দের সিংহভাগ পশ্চিম পাকিস্তানে ব্যয়িত হইবে।
যশাের জেলা সাবেক আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় শেখ মুজিবর রহমান ছাড়াও খুলনার সাবেক আওয়ামী লীগ নেতা জনাব মােমিন উদ্দিন, জনাব আবদুল জলিল; মাগুরার জনাব আতর আলী; জাতীয় পরিষদ সদস্য জনাব সােহরাব হােসেন ও জনাব আবদুর রশিদ জনাব মসিহুর রহমান; জনাব রওশন আলী; মিঃ সুবােধ মিত্র ও মওলানা আবদুর রাজ্জাক চিশতী বক্তৃতা দান করেন। সমাগত বিপুল জনতা বিকাল ৪টা হইতে রাত্রি ৯টা পর্যন্ত নেতৃবৃন্দের বক্তৃতা ধৈর্যসহকারে বক্তৃতা করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!