You dont have javascript enabled! Please enable it! 1963.09.30 | শেখ মুজিবরের অভিযােগ অস্বীকার- কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীর বিবৃতি | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
৩০শে সেপ্টেম্বর ১৯৬৩

শেখ মুজিবরের অভিযােগ অস্বীকার
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীর বিবৃতি

গােপালগঞ্জ, ২৯শে সেপ্টেম্বর। মৌলিক গণতন্ত্রী ও তাহাদের আত্মীয়স্বজনদের মধ্যে লাইসেন্স বিতরণের উদ্দেশ্যে গােপালগঞ্জে বাণিজ্য দফতরের শাখা অফিস খােলা হইয়াছে বলিয়া শেখ মুজিবর রহমান যে অভিযােগ করিয়াছেন, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী জনাব ওয়াহিদুজ্জামান আজ এক বিবৃতিতে উহার সত্যতা অস্বীকার করেন।
বিবৃতিতে বাণিজ্য মন্ত্রী উক্ত অভিযােগকে মিথ্যা এবং বিদ্বেষপ্রসূত বলিয়া মন্তব্য করেন।
শেখ মুজিবর রহমান আরও অভিযােগ করিয়াছিলেন যে, সরকার-সমর্থিত প্রার্থীকে সমর্থন করার জন্য সরকারী কর্মচারীরা ভােটারদের চাপ প্রদান করিতেছে। জনাব ওয়াহিদুজ্জামান বিবৃতিতে উক্ত অভিযােগ অস্বীকার করেন।- পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব