সংবাদ
৩০শে আগস্ট ১৯৬৩
দলের পুনরুজ্জীবন তথা সংশ্লিষ্ট প্রশ্ন
আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি বৈঠকে আলােচিত হইবে
– শেখ মুজিব
(নিজস্ব বার্তা পরিবেশক)
গতকল্য (বৃহস্পতিবার) সাবেক প্রাদেশিক আওয়ামী লীগ সেক্রেটারী শেখ মুজিবর রহমান এখানে বলেন যে, বর্তমানে সাবেক ন্যাশনাল আওয়ামী পার্টির যে ওয়ার্কিং কমিটির অধিবেশন অনুষ্ঠিত হইতেছে, তাহার ফলে আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠানের সহিত ন্যাপের সম্পর্কের কোন অবনতি ঘটিবে না। তিনি বলেন, শীঘ্রই আওয়ামী লীগেরও ওয়ার্কিং কমিটির অধিবেশন অনুষ্ঠিত হইবে। উক্ত অধিবেশনে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণ করা হইবে।
লণ্ডনে আওয়ামী লীগ প্রধান জনাব শহীদ সােহরাওয়ার্দীর সহিত আলােচনার পর গতকল্য শেখ মুজিবর রহমান ঢাকা প্রত্যাবর্তন করেন। বিমানবন্দরে সাংবাদিকদের সহিত আলােচনাকালে তিনি বলেন যে, আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টি গঠনের প্রশ্নও আলােচিত হইবে। তিনি বলেন, আগামী মাসের প্রথম দিকে জনাব সােহরাওয়ার্দী দেশে প্রত্যাবর্তন করিবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব