সংবাদ
৩রা সেপ্টেম্বর ১৯৬৩
খােদাবশের প্রতি বিরােধীদলের সমর্থনের সিদ্ধান্ত
ঢাকা, ২রা সেপ্টেম্বর (এ,পি,পি)। -বিরােধীদলের নেতৃবৃন্দ টাঙ্গাইলের আসন্ন উপনির্বাচনে প্রার্থী জনাব খােদা বখশকে সমর্থন করার সিদ্ধান্ত করিয়াছেন। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রাদেশিক কমিটির আহবায়ক জনাব নূরুল আমিন অদ্য সন্ধ্যায় এক সাংবাদিক সাক্ষাৎকারে বলেন যে, বিরােধীদল জনাব খােদা বখশকে সম্মিলিতভাবে সমর্থন করার জন্য সিদ্ধান্ত করিয়াছে। ৮জন প্রার্থীর মধ্যে জনাব বায়জিদ খান পন্নী সরকারীদলের (কনভেনশনপন্থী মুসলীম লীগ) সমর্থন পাইয়াছেন। বিরােধী দলের নেতৃবৃন্দ আগামীকল্য টাঙ্গাইলের বাশাইলে এক জনসভায় বক্তৃতা করিবেন। উক্ত সভায় খাজা নাজিমুদ্দিন, জনাব নূরুল আমিন, জনাব আতাউর রহমান খান, শেখ মুজিবর রহমান, জনাব হামিদুল হক চৌধুরী, সৈয়দ আজিজুল হক, জনাব আফসারউদ্দিন, হাজী মােহাম্মদ দানেশ, মওলানা আবদুল রশীদ তর্কবাগিস ও আবদুল করিম বেপারীর প্রমুখের বক্তৃতা করার সম্ভাবনা রহিয়াছে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব