You dont have javascript enabled! Please enable it! 1963.08.30 | সংবাদপত্রের স্বাধীনতা খর্বের তীব্র নিন্দা | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ইত্তেফাক
৩০শে আগস্ট ১৯৬৩

সংবাদপত্রের স্বাধীনতা খর্বের তীব্র নিন্দা

করাচী, ২৯শে আগষ্ট।- সাবেক আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান। জাতীয় সংবাদপত্রের উপর প্রস্তাবিত বিধিনিষেধের আরােপের কঠোর নিন্দা করিয়াছেন। লণ্ডন হইতে গতকল্য এখানে পৌঁছার পর পি,পি, এর প্রতিনিধির নিকট তিনি বলেন যে, পাকিস্তানের জনসাধারণ দেশের সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করা কিছুতেই সহ্য করিবে না।
তিনি বলেন যে, সরকার সর্বত্রই গণতন্ত্রের উপর নিয়ন্ত্রণ আরােপের চেষ্টা করিয়াছেন; আর এখন আমাদের সাংবাদিকদেরও হত্যা করিতে চাহিতেছেন। শেখ মুজিবর রহমান জনসাধারণ এবং রাজনৈতিক কর্মীদের প্রতি সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের সংগ্রামে সাহায্য করার আহ্বান জানান।
তিনি সরকারের প্রতি সংশ্লিষ্ট বিষয়ে আর অগ্রসর না হওয়ার আহ্বান জানাইয়া বলেন যে, তাহাদের একথা জানা উচিত যে, সাংবাদিকগণ সরকারী চাকুরিয়া নহেন। তাছাড়া সরকারী চাকুরিয়াদেরও ব্যক্তিগত স্বাধীনতা রহিয়াছে।- পি,পি, এ।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব