You dont have javascript enabled! Please enable it! 1963.04.11 | শেখ মুজিব কর্তৃক ছাত্রদের উপর পুলিশী জুলুমের নিন্দা | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১১ই এপ্রিল ১৯৬৩

শেখ মুজিব কর্তৃক
ছাত্রদের উপর পুলিশী জুলুমের নিন্দা

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের অন্যতম নেতা ও সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শেখ মুজিবর রহমান গতকল্য (বুধবার) সংবাদপত্রে প্রকাশার্থ এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পুলিশ প্রবেশ ও ছাত্রদের উপর বেপরােয়া লাঠি চার্জের তীব্র নিন্দা করিয়াছেন।
বিবৃতিতে তিনি বলেন ঃ ইহা অতীব দুঃখজনক যে, পুলিশ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করিয়াছে এবং শান্তিপূর্ণ ছাত্রদের উপর বেপরােয়া লাঠিচার্জ করিয়াছে। এই ঘটনায় ইহা মনে করিবার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে যে, সরকার শান্তিপূর্ণ বিক্ষোভের উপর শক্তি প্রয়ােগ করিয়া তাহার ক্ষমতা দেখাইতে চাহে। আমি সরকারকে ইহা স্মরণ রাখিতে অনুরােধ করি যে, ক্ষমতায় চিরদিন অধিষ্ঠীত থাকার বিধিদও অধিকার কাহারাে নাই।
আমাদের ছেলেদের উপর এই জাতীয় অহেতুক হামলার প্রতিবাদ জ্ঞাপনের জন্য আমি জনসাধারণের নিকট আবেদন জানাইতেছি। এই ধরনের স্বৈরাচারের আমি তীব্র নিন্দা করিতেছি। সরকার যেন স্মরণ রাখেন যে, শক্তি প্রয়ােগের মাধ্যমে কেহই অধিক দিন ক্ষমতায় অধিষ্ঠীত থাকিতে পারে না।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব