You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
৫ই মার্চ ১৯৬৩

ভাসানীর ঢাকা উপস্থিতিতে সকল মহলে রাজনৈতিক তৎপরতার সঞ্চার

(নিজস্ব বার্তা পরিবেশক)
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঢাকা উপস্থিতি সকল মহলেই রাজনৈতিক তৎপরতার সঞ্চার করিয়াছে। সাবেক রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ প্রত্যহ তাঁহার সহিত সাক্ষাৎ করিতেছেন। পাকিস্তানের আজিকার রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপকতর গণঐক্য প্রতিষ্ঠার পন্থা ও কর্মসূচী এই সকল সাক্ষাৎকারের প্রধান আলােচ্য বিষয় বলিয়া জানা যাইতেছে।
গতকল্য (সােমবার) সকালে সাবেক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান দীর্ঘক্ষণ ধরিয়া মওলানা ভাসানীর সহিত বিভিন্ন বিষয় লইয়া আলােচনা করেন বলিয়া প্রকাশ। শেখ মুজিব জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কর্তৃক আহূত আগামী ১০ই মার্চের জনসভায় বক্তৃতা প্রদানের জন্য মওলানা ভাসানীকে অনুরােধ জানাইবার পক্ষপাতী বলিয়া ওয়াকিবহাল মহলের ধারণা। তবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফ্রন্টের নব গঠিত কমিটির।
গতকল্য দুপুরে সাবেক আওয়ামী লীগের আরও একজন প্রভাবশালী ব্যক্তি মওলানা সাহেবের সহিত সাক্ষাৎ করেন বলিয়া প্রকাশ। অন্যান্য সাবেক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গও তাঁহার সহিত সাক্ষাৎ করিতেছেন।
শােনা যাইতেছে যে, সরদার বাহাদুর খান মওলানা ভাসানীর সহিত সাক্ষাৎ করিবেন এবং কোন একটি পুনরুজ্জীবিত রাজনৈতিক দলের নেতা তাহার সহিত আলাপ করিতে একান্ত আগ্রহী।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!