You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১১ই অক্টোবর ১৯৬২

অদ্য হইতে শহীদ সােহরাওয়ার্দীর প্রদেশ সফর

(নিজস্ব বার্তা পরিবেশক)
বারােদিন ব্যাপী পূর্ব পাকিস্তানের বিভিন্ন এলাকা সফরের উদ্দেশ্যে অদ্য (বৃহস্পতিবার) জনাব হােসেন শহীদ সােহরাওয়ার্দী ঢাকা ত্যাগ করিবেন। তিনি যশাের, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও ময়মনসিংহ সফর করিবেন এবং সকল স্থানে জনসভায় বক্তৃতা দান করিবেন।
শেখ মুজিবর রহমান, জনাব মাহমুদ আলী, শাহ আজিজুর রহমান সহ অন্যান্য দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁহার সঙ্গে সফরে গমন করিবেন। ইতিমধ্যে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গিয়াছে যে, বিভিন্ন স্থানে তাহাকে সম্বৰ্ধনার জন্য বিপুল আয়ােজন করা হইয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব