You dont have javascript enabled! Please enable it! 1962.08.12 | আওয়ামী লীগ পুনরুজ্জীবন প্রশ্নে আলােচনা | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১২ই আগস্ট ১৯৬২

আওয়ামী লীগ পুনরুজ্জীবন প্রশ্নে আলােচনা

ঢাকা, ১১ই আগষ্ট (এ,পি,পি)- পশ্চিম পাকিস্তান হইতে আগত ৪ জন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা অদ্য পূর্ব পাকিস্তানের কতিপয় আওয়ামী লীগ নেতার সহিত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলােচনা করেন। পশ্চিম পাকিস্তান হইতে আগত ৪ জন বিশিষ্ট নেতা বর্তমানে ঢাকাতে অবস্থান করিতেছেন। আগামীকল্য উভয় অংশের আওয়ামী লীগ নেতাগণ জনাব আতাউর রহমানের বাসস্থানে এক বৈঠকে মিলিত হইবেন। উক্ত বৈঠকে তাহারা অপরাপর বিষয় ব্যতীতও সম্ভবতঃ পার্টির পুনরুজ্জীবনের বিষয়টিও আলােচনা করিবেন। ঢাকায় অবস্থানকারী পশ্চিম পাকিস্তান হইতে আগত নেতাদের মধ্যে আছেন নবাবজাদা নসরুল্লা, পীর সালাহউদ্দিন, মালিক হামিদ সরফরাজ এবং খান মােহাম্মদ রফিক। পশ্চিম পাকিস্তানী আওয়ামী লীগ নেতাগণ ইতিপূর্বে শেখ মুজিবর রহমানের সমভিব্যাহারে শেরে বাংলার মাজার জেয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন। তাঁহারা বর্তমানে অসুস্থ জনাব আবুল মনসুর এবং জনাব জহিরুদ্দিনের সহিত দেখা করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব