You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১৩ই আগস্ট ১৯৬২

আওয়ামী লীগ নেতৃবৃন্দের বৈঠকে জাতীয় ফ্রন্ট গঠন ও সর্বদলীয় কনভেনশন প্রশ্নে আলােচনা

(নিজস্ব বার্তা পরিবেশক) গতকল্য (রবিবার) প্রাক্তন প্রাদেশিক মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খানের বাস ভবনে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সাবেক আওয়ামী লীগ নেতাদের প্রথম দফা বৈঠক অনুষ্ঠীত হয়।
উক্ত বৈঠকে সাবেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ একটি জাতীয় ফ্রন্ট গঠন। সম্পর্কে আলােচনা করেন। ইহা ছাড়া অদূর ভবিষ্যতে একটি সর্বদলীয় কনভেশন আহ্বানের প্রশ্নটিও আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলােচনা করেন।
উক্ত আলােচনা সভায় পশ্চিম পাকিস্তানী আওয়ামী লীগ নেতা নওয়াবজাদা নসরুল্লাহ খান, পীর সালাউদ্দিন, জনাব মঞ্জুরুল হক, জনাব তিরমিজী, জনাব হামিদ শরফরাজ ও খাজা রফিক এবং পূর্ব পাকিস্তানের জনাব আতাউর রহমান খান, শেখ মুজিবর রহমান, জনাব আবদুস সালাম খান, জনাব কামরুদ্দিন, বেগম রুকেয়া আনােয়ার, মিসেস বদরুন্নেসা আহমদ, মিসেস আমিনা বেগম যােগদান করেন। ইহা ছাড়া কতিপয় প্রাক্তন এম, পি, এও উক্ত সভায় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের পূনরুজ্জীবন প্রশ্নটিও বৈঠকে আলােচনা করা হয়। তবে উক্ত বিষয়ে কোনরূপ সিদ্ধান্ত গৃহীত হয় নাই। অদ্য (সােমবার) আওয়ামী লীগের পূনরুজ্জীবন প্রশ্নটি পুনরায় আলােচনা করা হইবে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!