You dont have javascript enabled! Please enable it!

ইত্তেফাক
১৯শে জুন ১৯৬২

শেখ মুজিবের মুক্তিলাভ

(স্টাফ রিপাের্টার)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী শেখ মুজিবর রহমান। গতকল্য (সােমবার) অপরাহ্নে ঢাকা সেন্ট্রাল জেল হইতে বিনাশর্তে মুক্তিলাভ করেন। গত ৭ই ফেব্রুয়ারী জনাব মুজিবর রহমানকে নিরাপত্তা আইনবলে গ্রেফতার করা হয়। মুক্তিলাভের অব্যবহিত পরেই জনাব রহমান সদ্য মুক্তিপ্রাপ্ত রাজবন্দী দৈনিক ইত্তেফাক সম্পাদক জনাব তফাজ্জল হােসেন সমভিব্যাহারে ‘শেরে বাংলা মরহুম জনাব এ, কে, ফজলুল হকের মাজারে যান। শেরে বাংলার মাজারে পৌছিলে এক বিরাট ছাত্র-জনতা “শেখ মুজিবর রহমান জিন্দাবাদ” “ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হােসেন জিন্দাবাদ” ধ্বনি দ্বারা উভয়কে অভিনন্দন জানায়। শেরে বাংলার মাজার জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণের পর শেখ মুজিবর রহমান ও জনাব তফাজ্জল হােসেন। উপস্থিত ছাত্র-জনতার মধ্যে অনেকের সহিত ব্যক্তিগতভাবে আলাপ করেন। অতঃপর শেখ মুজিবর রহমান, সৈয়দ আজিজুল হক ও জনাব আতাউর রহমান খানের সহিত সাক্ষাৎ করেন।
রাত্রে কিছুসংখ্যক পরিষদ সদস্যসহ বহসংখ্যক ব্যক্তি শেখ মুজিবর রহমানের সহিত সাক্ষাতের জন্য তাঁহার বাসভবনে যান।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!