আজাদ
৬ই জুলাই ১৯৬১
শেখ মুজিবের দণ্ড মওকুফ
ঢাকা হাইকোর্ট কর্তৃক আপীল মঞ্জুর
ঢাকা, ৫ই জুলাই। বিচারপতি জনাব আসির এবং বিচারপতি জনাব আলীকে লইয়া গঠিত ঢাকা হইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ ঢাকার স্পেশাল জজের রায়ের বিরুদ্ধে প্রাক্তন প্রাদেশিক উজীর ও অধুনালুপ্ত আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান এবং কাজী আবু নাসেরের আপীল মনজুর করেন এবং তাহাদিগকে যথাক্রমে ফৌজদারী আইনে দণ্ডনীয় অপরাধ ও উহাতে সহায়তা করার অভিযােগে প্রদত্ত দণ্ডাদেশ হইতে মুক্তি দিয়াছেন।
শেখ মুজিবর রহমান এবং সরকারপক্ষ কর্তৃক তাঁহার বন্ধু বলিয়া অভিহিত কাজী আবু নাসেরকে ঢাকার জেলা ও স্পেশাল জজ যথাক্রমে ফৌজদারী আইনে দণ্ডনীয় অপরাধ ও উহাতে সহায়তা করার অভিযােগে প্রত্যেককে দুই বৎসর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে অভিযােগ এই যে, প্রাদেশিক সরকারের উজীর থাকাকালে সরকারী কর্মচারী হিসেবে তাহার ক্ষমতা ও পদমর্যাদার অপব্যবহার করিয়া তাহার বন্ধুর জন্য আর্থিক সুবিধা আদায় করিয়াছেন এবং ফৌজদারী আইনে দণ্ডনীয় অপরাধ করিয়াছেন।- এপিপি।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব